ব্রাহ্মণবাড়িয়া পুকুরের পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যুঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ আজহার উদ্দিন/ ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা ভাদুঘর গ্রামে তাবাসুম নামের ৭বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
আজ শুক্রবার (২৮ই আগস্ট) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় এ ঘটনা ঘটে। তাবাসুম(৭) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর দক্ষিন পাড়ার মুহাম্মদ উবায়দুল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে তাবাসুমকে পাওয়া যাচ্ছিল না। সবার অজান্তে বাড়ির সংলগ্ন এলাকার পুকুরের পানিতে ডুবে যায়। তারপর দুপুরে পুকুর থেকে তাবাসুমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খান রিয়াজ মাহমুদ জিকু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন বলে তিনি জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন