গোবিন্দগঞ্জে জোরপূর্বক গাছ কর্তনের ঘটনায় ছুরিকাহত মামলায় রাসেল গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা/গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরে পারিবারিক দ্বন্দে জোরপূর্বক গাছ কর্তনকে কেন্দ্র করে সৈকত নামের যুবককে ছুরিকাহত করার মামলায় পলাতক আসামী রাসেলকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গতকাল ২২ আগস্ট শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সজিব ও এ.এস.আই ওয়েসকুরনি কোচারশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ হতে সন্ধ্যায় ৫০ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করে। রাসেল কোচারশহর গ্রামের মৃত নূরুল ইসলামের পুত্র এবং সে একাধিক মামলার আসামী বলে থানা সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই মৃত পুলিশ কনস্টেবলের ছেলে সৈকতের নিজস্ব একটি আম গাছ তার চাচাতো ভাই রাসেল ও রানা যোগসাজসে ব্যাপারী দ্বারা কেটে নেয়ার প্রতিবাদ জানালে রাসেল ও রানার কথা কাটাকাটি হয়। ঘটনার জেরে ঐ দিন দুপুর ২টার দিকে সৈকত স্থানীয় কোচরাশহর বাজারস্থ উচ্চ বিদ্যালয় গেটের সামনে আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা রাসেল ও রানা তার মা মিনি বেওয়াসহ পথরোধ করে মারপিট করতে থাকে। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে রাসেল তার নিকট থাকা ধারালো চাকু দিয়ে সৈকতকে পর পর আঘাত করে। এতে রক্তাক্ত আহত অবস্থায় তার চিৎকারে বাজারের লোকজন এসে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় ১৯ জুলাই সৈকত বাদী হয়ে থানায় মামলা নম্বর ৫৬ দায়ের করে।
আপনার মন্তব্য লিখুন