১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পুলিশের সাহসিক ও চৌকস কর্মকর্তা সেলিম উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ শরীফ মাহমুদ: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ সেলিম উদ্দিনকে ভালকাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছেন জেলা পুলিশ ।

আজ ২০ শে আগস্ট সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে’ জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতণ কর্মকর্তাদের সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অনথ্যস্থানে বদলী হওয়া পুলিশ কর্মকর্তাদের হাতে এ সম্মাননা স্বারক তুলেদেন, জেলার পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।

সম্মাননা প্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ও জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনিরুজ্জামান ।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে ভালকাজের ভুয়সী প্রসংশা করে তাদের আরো সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন তারা।

পরে বিদায়ীদের হাতে সম্মাননা স্বারক প্রধান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উর্ধ্বতণ কর্মকর্তাগণ

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন