১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে করোনায় জীবনের ঝুঁকিনিয়ে রোগীদের সেবায় ডাঃ বকুল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ বাংলাদেশেও করোনার ভয়াল থাবা প্রসারিত জাতির এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি মাথায় নিয়ে ‘জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানকে বুকে ধারন করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। এমনকি অনেক সময় রোগীদের ফোন পেলে বাড়িতে গিয়েও চিকিৎসা দিয়ে আসছেন তিনি। জানাযায়,সরাইলের কৃতি সন্তান সবার মুখে বকুল ডাক্তার, আবার অনেকেই এমন করে বলে ডাক্তার ভাই ! তিনি করোনা ভাইরাসের আগে ও এখন খুব অল্প সময়েই সরাইল উপজেলাবাসীর মন জয় করে ফেলেছেন সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান( বকুল)।সরাইল উপজেলা বিভিন্ন এলাকার রোগীর সেবায় প্রতিনিয়ত মাঠে- ময়দানে কাজ করে যাচ্ছেন।দেশের এই ক্রান্তিলগ্নে থেমে নেই ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলের ডাক্তার বকুল। সরাইল উপজেলার মানুষকে করোনাভাইরাস মুক্ত রাখতে দিন – রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। একজন চিকিৎসক হিসাবে মানব সেবায় পরিশ্রমী ডাঃ মাহবুবুর রহমান করোনা সংক্রামক প্রতিরোধে প্রশাসনের সঙ্গে উপজেলার প্রতিনিটি এলাকায় গিয়ে সরকারের স্বাস্হবিধি নিশ্চিত করার লক্ষ্যে,সরকারি নির্দেশনা মোতাবেক হোম কোয়ারেন্টেন আক্রান্ত রোগীদের আইসোলেশন ও নমুনা পরিক্ষা সঠিকভাবে পরিচালনার জন্য কাজ করে যাচ্ছেন। একজন মানবতার সেবক বলে আখ্যায়িত করা যায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান বকুল।
পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে সরাইলবাসীর জন্য সবসময় সুখে-দুঃখে পাশে থেকে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন সরাইল উপজেলার সদর সৈয়দ টুলা গ্রামের কৃতি সন্তান উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান। এ সময় রোগীদের দুঃখ-কষ্ট তিনি উপলব্ধি করছেন।তাইতো উপজেলার সংবাদকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকের সাথে কথা হলে জানান, অনার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক থাকবে চিরদিন। এ সময় আমরা গর্বিত এমন একজন দক্ষ, পরিশ্রমী ও সাধারণ রোগীদের প্রতিনিয়ত নিরন্তর সহযোগিতা রোগের বিষয়ে পরামর্শ ও সঠিক ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান (বকুল) এ প্রতিনিধিকে বলেন, করোনার মাঝে আমরা আমাদের সাধ্যমত রোগীর সেবা প্রদান করে যাচ্ছি। সরকার আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন,সেটাই সততার সাথে পালন করার চেষ্টা করছি।আমি বাড়তি কিছু করছি না, আমি কৃতজ্ঞ স্যার ও সরাইল উপজেলাবাসীর কাছে, তাঁরা আমায় সর্বাত্মক সহযোগিতা করছে। আমি সকলকে অনুরোধ করি সরকারের দেওয়া স্বাস্হবিধি সবাই মেনে চলবো। এ সময় তিনি উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকতে আমরা সকলেই মাক্স পরে ঘর থেকে বাহির হবো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন