১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া পুকুরের পানিতে ডুবে ৩বছরের শিশুর মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ আজহার উদ্দিনঃ ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে শিপা নামের ৩বছরের শিশু মারা গেছে।

আজ মঙ্গলবার (১৮ই আগস্ট) বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় এ ঘটনা ঘটে।

শিপা(৯) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুনিয়াউট দক্ষিন পাড়ার মুহাম্মদ আনিস মিয়ার একমাত্র মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে শিপাকে পাওয়া যাচ্ছিল না। সবার অজান্তে বাড়ির সংলগ্ন দক্ষিনপাড়ার পুকুরের পানিতে ডুবে যায়। তারপর দুপুরে পুকুর থেকে শিপাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আনিস মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফায়েজ পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন