ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে ৩বছরের শিশুর মৃত্যুঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ , ১৭ আগস্ট ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ আজহার উদ্দিন/ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বিলের পানিতে ডুবে ফরহাদ নামের ৩বছরের শিশু মারা গেছে।
আজ রবিবার (১৫ই আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে বিজয়নগর উপজেলায় এ ঘটনা ঘটে।
ফরহাদ(৩) বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের হযরত আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফরহাদ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সবার অজান্তে পাশের বিলের পানিতে পড়ে যায়। তারপর দুপুরে বাড়ির পাশের বিল থেকে ফরহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফায়েজ পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন বলে তিনি জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন