১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হাতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক

আশরাফুল ইসলাম গাইবান্ধা/গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা ফার্ম এলাকা থেকে সিএনজি যোগে বগুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সার্জেন্ট সারোয়ার সহ সঙ্গীয় ফোর্স ৫০ বোতল ফেনসিডিল দুই নারীকে আটক করেছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ীরা হলেন জয়পুরহাট পাচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী মুন্নি বেগম (২৪), রতনপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফাতেমা বেগম (২৮)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মুন্নি বেগমের শরীরে ২০ ও ফাতেমা বেগমের শরীরে ৩০ বোতল ফেনসিডিল সহ মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন