১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বর্ষাকালেও আর দেখা যায় না পলাশবাড়ী পৌর এলাকায় জলাবদ্ধতা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা/পুরাতন ড্রেনেজ ব্যবস্থায় শুধু মাত্র পরিস্কার করে পৌরশহরের জলাবদ্ধতা নিরসনে সফল পলাশবাড়ী পৌর প্রশাসক ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর প্রধান। তিনি গত ৬ মাস আগে দায়িত্ব নেওয়ার পর অনেক আলোচনা সমালোচনা হলেও এ দায়িত্ব পালন করা কালে তিনি পৌর শহরের চিরচেনা জলাবদ্ধতা নিরসনে সফল হয়েছেন। পৌর শহরের কালীবাড়ী হাট বাজার ও পৌর শহরের ড্রেন গুলোতে বর্ষাকালেও অর্ধেক পানি দেখা যায়। এবং ঘন ঘন বৃষ্টিপাত হলেও এখন আর পৌর শহরের কোথাও তেমন একটা জলবদ্ধতা নেই বললেই চলে। এবিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর প্রধান বলেন , আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করার চেষ্টা করেছি। যত দিন দায়িত্বে থাকবো সঠিকভাবে কাজ করবো ও সঠিক ভাবে উন্নয়ন কাজ বুঝে নিবো এতে সমালোচনা হোক আর আলোচনা হোক তাতে কোন সমস্যা নাই। জলবদ্ধতা নিরসণে পৌরসভা হতে স্থায়ী পরিকল্পনা গ্রহন করা হয়েছে। পর্যাক্রমে তা বাস্তবায়ন করা হবে। এদিকে পৌর শহরের কালীবাড়ী হাটবাজার সহ পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সফল হওয়া পৌর প্রশাসকের এমন সফলতায় ভূয়াসী প্রশাংসায় পঞ্চমুখ পৌরবাসী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন