১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

গাইবান্ধায় গর্ভবতীকে চিকিৎসা বঞ্চিত করায় সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা/গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) প্রসব বেদনা নিয়ে আসা দরিদ্র পরিবারের গর্ভবতী মাকে চিকিৎসক সেবা না দিয়ে বিতারিত করায় দায়িত্বে থাকা পরিদর্শিকা সেলিনা বেগমসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ১৬ আগস্ট রোববার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহরের ডিবি রোডে নিরাপদ চিকিৎসা চাই গাইবান্ধা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আজম, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল, ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, ছাত্রফন্টের সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকী, শিশু কিশোর মেলা সংগঠক উম্মে নিলুফা তিন্নি, নাট্যকর্মী প্রভাষক শহীদুল্লাহেল কবীর ফারুক, সাপ্তাহিক আমাদের গাইবান্ধা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর কবির তনু, সংগঠনের শিক্ষা বিয়য়ক সম্পদক জাহিদ কামাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি সালাউদ্দিন কাশেম, সাধারণ সম্পাদক ফারহান শেখ, নিরাপদ যানবাহন চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, নিরাপদ চিকিৎসা চাই এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমূখ। বক্তারা বলেন, গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) প্রসব বেদনা নিয়ে দরিদ্র পরিবারের গর্ভবতী মাকে চিকিৎসক সেবা থেকে বঞ্চিত করায় দায়িত্বে থাকা পরিদর্শিকা সেলিনা বেগম তাদেরকে বের করে দেয়। কোন প্রতিকার না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করেন গর্ভবতী মহিলা। বক্তারা অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন