ব্রাহ্মণবাড়িয়ার নতুন ২৩জন করোনায় আক্রান্ত- সর্বমোট ২০৬৮ —
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ আজহার উদ্দিন/ ব্রাহ্মণবাড়িয়া নতুন ২৩জন সহ জেলায় ২০৮৮জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ও জেলায় ১৫৮৬জন সুস্থ হয়েছে।
শুক্রবার (১৪ই আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন অফিসের কর্তব্যরত চিকিৎসক ডা. সানজিদা আক্তার নিশ্চিত করেন।
গত ১১ও ১২ই আগস্ট ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবের ৩০৯টি রিপোর্টে নতুন ২৩জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ।
গত ১৪ই আগস্ট রাতের রিপোর্টে সদর উপজেলায় ১০জন, বিজয়নগর উপজেলায় ০৫জন, নবীনগর উপজেলায় ০৪জন, আশুগঞ্জ উপজেলায় ০২, আখাউড়া উপজেলায় ০১জন ও কসবা উপজেলায় ০১ শনাক্ত হয়েছে। জেলায় নতুন ০৪জন সুস্থ হয়েছে। এর মধ্যে নাসিরনগর উপজেলায় ০৪জন সুস্থ হয়েছে।
সর্বশেষ গতরাতের রিপোর্ট পর্যন্ত জেলায় ২০৮৮জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭২৪জন, আখাউড়া উপজেলায় ১৮৬জন, বিজয়নগর উপজেলায় ৭২জন, নাসিরনগর উপজেলায় ৯০জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৫১জন, নবীনগর উপজেলায় ৩৫৩জন, সরাইল উপজেলায় ১১১জন, আশুগঞ্জ উপজেলায় ১৬২জন ও কসবা উপজেলায় ২৪২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১৫৮৬জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪০জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৪৪৫জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৫৩৫৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৫১৯০ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২০৮৮জন আক্রান্ত হয়েছে।
আপনার মন্তব্য লিখুন