১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

অসুস্তি গরমে সামান্য বৃষ্টি যেন শান্তির ছোঁয়া!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলাতে শুক্রবার সকাল ঘুরিয়ে পবিত্র জুম্মার নামাজের আগে বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছে সরাইল উপজেলাবাসী।

ঈদের দিন থেকে টানা ১২- ১৩ দিনের অস্বস্তিকর গরমের পর কিছু সময়ের বৃষ্টিতে প্রশান্তি নেমে আসে ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলার গ্রামাঞ্চলে।পবিত্র জুম্মা নামাজের আগে ১ টার দিকে শুরু হওয়া এ বৃষ্টি ঘাম ঝরানো গরম থেকে উপজেলাবাসীকে কিছু সময়ের জন্য স্বস্তি দেয়।বৃষ্টির পরশে নেমে আসে আকাশ থেকে শান্তির আবরণ। এ সময় সরাইল উপজেলা উচালিয়া পাড়া মোড়ের মসজিদে মুসল্লিদের কে ছাতা নিয়ে নামাজ পড়তে মসজিদে যেতে দেখা যায়। এ সামান্য বৃষ্টিতে প্রাণীকূলে মিলেছে আকাশে উড়ন্ত ডানা মেলে পাখিদের কলরব।বৃষ্টির পলকে ফিরে পেয়েছে জন-জীবনে স্বস্তি।অনেকে এপ্রতিনিধি কে বলেন, অস্বস্তির গরমেএ সামান্য বৃষ্টি যেন শান্তির ছোঁয়া দিয়েছে। সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি-!

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন