১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিক্ষোভ মিছিল গাইবান্ধায় পাউবো কার্যালয়ে অবস্থান ও সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ নদী ভাঙন, বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের ঠাকুরের ভিটা, পূর্বপাড়া ও ভাঙ্গার ঘাটে নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে গতকাল রোববার ভাঙন কবলিত ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে গাইবান্ধা জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, গিদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাদেক লেবু, ভাঙন কবলিত এলাকাবাসী সবুজ মিয়া, আব্দুল মালেক মিয়া, মাহবুব আলম মিলন প্রমুখ।
বক্তারা অবিলম্বে নদী ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ভাংগন কবলিত মানুষদের পূনর্বাসন, গিদারী পূর্বপাড়া -ডাংগার ঘাট-ঠাকুরের ভিটায় জরুরী ভিত্তিতে ভাংগন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ভফুন কবলিত মানুষদের খাদ্য-চিকিৎসা-নগদ অর্থ প্রদানের দাবি জানান। শেষে পাউবো জেলা নির্বাহী প্রকৌশলী নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি তুলে নেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন