চুয়াডাঙ্গার দর্শনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত’
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সোহেল সজীব চুয়াডাঙ্গা (০৯-০৮-২০)চুয়াডাঙ্গার দর্শনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহাগ হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার সকালে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন (২৮)ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের আলা উদ্দিনের ছেলে। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, সকালে ধানের বিচুলি বিক্রি করে লাটাহাম্বাযোগে (শ্যালো ইঞ্জিন চালিত যান)মেহেরপুর থেকে ঝিনাইদহের মহেশপুর যাচ্ছিলেন চালক সোহাগ হোসেন। এসময় সকালের নাস্তা করতে দর্শনা বাসস্ট্যান্ডে যাত্রাবিরতি করেন তিনি। নাস্তা শেষে লাটাহাম্বায় উঠেন তিনি। পরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস তার লাটাহাম্বাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন লাটাহাম্বা চালক সোহাগ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দর্শনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান,ঘাতক বাস ও এর চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন