১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

এমপি শিউলি আজাদের ঈদ শুভেচ্ছা **বিনিময়**

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধিঃ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেছেন সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।
সরাইল উপজেলার শাহবাজপুর,শাহজাদাপুর, চুন্টা,পাকশিমুল ও অরুয়াইল ইউনিয়নের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে ঈদ শুভেচ্ছা জানান এমপি শিউলী আজাদ। তাছাড়া আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সীসহ দলীয় নেতা কর্মীদের সঙ্গে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ বিনিময় করেন। এ সময় উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সরাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শোকাবহ ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি বক্তব্যে উপস্থিত সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।
উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক। সরাইল আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মরহুম একেএম ইকবাল আজাদের সহধর্মিনী তিনি।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। পরে মহাজোটের স্বার্থে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন পেতে ব্যাপক গণসংযোগ করেছিলেন এ সাহসী নেত্রী। কিন্তু এবারও জোট মহাজোটের হিসাব-নিকাশে আওয়ামী লীগের প্রার্থী না দেয়ায় মনোনয়ন বঞ্চিত হন তিনি। এ আসনে মনোনয়ন প্রত্যাশী কোনো কোনো নেতা দলীয় সিদ্ধান্তের প্রতি বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হলেও যথারীতি শেখ হাসিনার নির্দেশের আনুগত্য প্রকাশ করেন ত্যাগী নেত্রী শিউলী আজাদ। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি এ আসনের মহাজোট প্রার্থীসহ জেলার অন্যান্য আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন