১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

স্মৃতির পাতায় আজও “সরাইল মহাবিদ্যালয়”- – –

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সকাল আর সন্ধ্যায় বাগানে ফুল ফুটে ঝড়েও যায়, স্মৃতি বড় বেদনায় অাবার সুখময়, স্মৃতির পাতায় বছর ঘুরে অাসছে প্রাণের ফিরে দেখা দিন- রাত,তেমনি স্মৃতিকে অাকঁড়ে থাকি ভালবাসার মমতায়। অামরা মুখে বলি যা, কিছু গ্লানি দুঃখ অাছে ভুলে গিয়ে পুরাতন স্মৃতিতে ঝাঁপ দিয়ে, জীবনের খেরোখাতা থেকে কখনোই স্মৃতিকে মুছে ফেলা যায় না,অাবার চাইলেই সবকিছু সুখের ও হয় না, সময়টা শুধু সরে যায় জীবন নামক ঘড়ি থেকে, মনে পড়ে গেল অাজ কলেজ সময়ের কিছু স্মৃতি, বাল্যকালের বন্ধু সুহেলকে, ১৯৯২ সালে সরাইল মহাবিদ্যালয়ে তখন অামরা দুজন ছাএ , সে সময় মহান বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্টানে নাট্য অভিনয়ে তুলা ছবি। অাজ যেন স্মৃতির পাতায় জ্বলে উঠা দ্বীপ্ত।যে দিন খারিয়ে ফেলেছি তা যেন মনে প্রেরণার উকি। সবুজের সাজানো শ্রেষ্ঠীকর্তার প্রাকৃতিক সৌন্দর্যময় নিলা ভুমিতে গড়ে উঠা সরাইল মহাবিদ্যালয়, সবুজ গাছের ছায়া ক্লাসে স্যারদের ও সহপাঠীদের কথা । অাজও মনে পড়ে সরাইল কলেজের অধ্যক্ষ সাদা-মাটা সকলের শ্রদ্বাবাজন সাদা মনের মানুুষ শিক্ষা গুরু অাব্দুল অাহাদ ভুইয়া স্যারকে। অাজ ও ভুলার নয় শ্রদ্বাবাজন শিক্ষক, শিক্ষিকা ও প্রাণে বাধা কলেজ সহপাঠীদের, কখনো চোখে দু ফুটা জ্বল অাবার হৃদয় জুড়ে কলেজের পুকুর পাড়ে সবুজের নিচে অট্র হাসিঁ, কত স্মৃতি প্রাণের স্পন্দনে ভুলে যাওয়া অদৃশ্য স্মৃতি মনে পড়ে, হুকসে বেদনায় তবে ও মনে পড়ে কলেজের সেই মধুময় দিন গুলি, লোক মুখে বলে, দুটি প্রাণের একটি অাত্বার নাম হল বন্ধত্ব, কলেজ জীবনের অনেক বন্ধু দেশ-বিদেশে অাছে কখনো শিকড়ে টানে দেশে অাসে, দেখা হলে মনে হয় সেই স্মৃতির কথা, অাজও চায়, সে দিন ফিরে পেতে পাবকি কখনোই? তাই কবির ভাষায়, তুমি সেই কবিতা, যা প্রতিদিন ভাবী, লিখতে পারিনা,,,,, তুমি সেই ছবি, যা কল্পনা করি, অাকঁতে পারিনা,তুমি সেই ভালবাসা যা সব সময় চাই কিন্ত কখনো পাইনা,
মোঃ তাসলিম উদ্দিন
লেখক ও সাংবাদিক, ব্রাহ্মনবাড়িয়া।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন