১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় সদরে ৮জন করোনায় পজিটিভ, জেলায় সর্বশেষ ১৯৪৭জন শনাক্তঃ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ২ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন ১১জন সুস্থ ও ০১জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টাসহ এখন পর্যন্ত জেলায় ১৯৪৭জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

রবিবার (২রা আগস্ট) রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ২৮ই জুলাই এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবের ৩৯টি রিপোর্টে নতুন ০৮জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা আক্তার।

গত ২রা আগস্ট রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ০৮জন শনাক্ত হয়েছে। এর মধ্যেই উত্তর মুড়াইল ০২জন, টেংকের পাড় ০১জন, মধ্যপাড়া ০১জন, পশ্চিম পাইকপাড়া ০১জন, দাতিয়ারা ০১জন, সদর উপজেলার সাদেকপুর ০১জন ও রাজঘর ০১জন। জেলায় নতুন ১১জন সুস্থ হয়েছে। এর মধ্যে নবীনগর উপজেলায় ০৫জন, বিজয়নগর উপজেলায় ০৪জন ও আশুগঞ্জ উপজেলায় ০২জন। সদর উপজেলায় নতুন ০১জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ গতরাতের রিপোর্ট পর্যন্ত জেলায় ১৯৪৭জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৬৩জন, আখাউড়া উপজেলায় ১৭৪জন, বিজয়নগর উপজেলায় ৬১জন, নাসিরনগর উপজেলায় ৮২জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৪৭জন, নবীনগর উপজেলায় ৩৩৩জন, সরাইল উপজেলায় ১০৮জন, আশুগঞ্জ উপজেলায় ১৫৩জন ও কসবা উপজেলায় ২২৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১২৫৩জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৬৬২জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৪৩১৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৩৮৩২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৯৪৭জন আক্রান্ত হয়েছে৷

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন