ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন – করোনার নমুনা সংগ্রহকারীদের প্রনোদনা প্রদান**
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ , ৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নমুনা সংগ্রহকারীদের প্রদান করা হয়েছে প্রনোদনা। জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস পরীক্ষার কাজে নিয়োজিত নমুনা সংগ্রহকারী মেডিক্যাল টেকনোলজিস্টদের ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ শওকত হোসেনসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দেশ ও মানুষকে ভালোবেসে করোনা যুদ্ধ জয় করতে নমুনা সংগ্রহকারীরা জীবনের ঝুঁকি নিয়ে যেই কাজ করছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের জন্য কিছু করেত পারা অনেক আনন্দের।
পরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জেলার ২১ জন নমুনা সংগ্রহকারী মেডিক্যাল ট্যাকনোলজিস্টের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন