জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে বিক্ষোভ করেছে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার(২৯জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড় এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।আজ বুধবার(২৯ জূলাই) সকাল সাড়ে এগারোটার দিকে কুট্রা পাড়া স্কুলের সামনে বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মাসুম বিল্লাহ এর মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এ মহাসড়কের দুই দিকে যানঝট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
বিশ্বরোড় খাটিঁ খাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, একে এম মনিরুজ্জান চৌধুরী বলেন, মহা সড়কে কিছু গাড়ি আটক হলে খবর পেয়ে কুট্রা স্কুলের সামনে তারা টায়ারের আগুন দিলে পুলিশ দেখে সড়ক চেড়ে চলে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান বলেন, সড়কে অবরোধের খবর পেয়ে সরাইল পুলিশও হাইওয়ে পুলিশসহ আমারা সঙ্গে কুট্রা পাড়া স্কুলের সামনে গিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করি। সড়কে গাড়ি আটকের ঘটনার সাথে যারা জড়িত তারা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। আইন অমান্য করে মহাসড়কে বিশৃংখলা সৃষ্টি করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক করে সাবেক ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহকে। এসময় পুলিশকে মারধোর করারও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পুলিশের কাজে বাধাঁ দেওয়া ও মাদক বহনের দায়ে সরাইল থানায় মামলা দায়ের করে, থানা সুত্রে জানাযায়,বুধবার(২৯জুলাই) সকালে তাকেঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন