পলাশবাড়ীতে ডিলার ও তার স্ত্রীকে মারধর করে ১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ইফাত,সনিক প্রাইম গ্রুপ ও ইন্ট্রা গ্রুপের ডিলার সায়েদ আলী বাতেন ও তার স্ত্রী শিল্পী বেগম কে গত ১৬ জুলাই বৃহস্পতিবার পলাশবাড়ী সদরে আসার পথে অটোভ্যানের সাথে একটি কিশোরের ধাক্কা লাগা কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এসময় ডিলার সায়েত আলী বাতেন কে ও তার স্ত্রী কে মারধর করে হাত ব্যাগে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মর্মে এঘটনায় এদিন শিল্পী বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় ৪ জন কে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ১৬ জুলাই বৃহস্পতিবার বেলা আনুমানিক দেড় ঘটিকায় অটোভ্যান যোগে পলাশবাড়ী আসার পথে রাস্তা এপার হতে অপর পাশ্বে দৌড়ে যাওয়ার সময় হোচট খেয়ে পড়ে যায় এক কিশোর এই পড়ে যাওয়ার ঘটনায় দোষ দেওয়া হয় অটোভ্যান চালক কে মারধর করতে ধরলে এসময় সায়েদ আলী বাতেন বাধা দিলে অভিযুক্তরা তাকেও মারধর করে ও তার স্ত্রী শিল্পী বেগম এগিয়ে আসলে তাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় ব্যাংকে জমা দেওয়া জন্য শিল্পী বেগমের ভ্যানিটি ব্যাগে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা।স্থানীয়দের হস্তক্ষেপে দ্বন্দ থামলেও টাকা পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমাধান না হওয়ায় আইনের আশ্রয় গ্রহন করেন ডিলার সায়েদ আলী বাতেন ও তার পরিবার ।
থানায় অভিযোগ দায়ের পর ডিলার সায়েদ আলী বাতেন বলেন, ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা স্বামী স্ত্রী প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছি। বাড়ীতে থেকে চিকিৎসকের পরামর্শে চলছি। ঘটনার দিন সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখা হতে রংপুর কপোরেট শাখায় টাকা প্রেরণের উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে মারধর করে আমার স্ত্রী ভ্যানটি ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসব টাকার ভিতর ১ হাজার টাকার নোট ছিলো ৩০ টি-৩০০০০ হাজার টাকা,৫ শত টাকার নোট ছিলো ১৩০ টি -৬৫ হাজার টাকা,১শত টাকার নোট ছিলো ৫০ টি মোট ৫০০০ হাজার টাকা সর্বমোট ১ লাখ টাকা তারা চিনিয়ে নিয়েছে। আমরা অভিযোগের তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দৃষ্ঠান্ত মুলক শাস্তি চাই ।
এবিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,অভিযোগের ভিক্তিতে ঘটনাস্থলে একজন তদন্তকারী কর্মকর্তাকে পাঠানো হয়েছে ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মন্তব্য লিখুন