ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ অফিসার খুন!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ , ১৮ জুলাই ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া সদর উজেলার(পাঘাচং) চানপুর গ্রামে এক পুলিশ অফিসারকে খুন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় এই ঘটনা ঘটে। নিহত পুলিশ অফিসারের নাম এ এস আই আমির হোসেন (৩৫), তার বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলার জিয়ারচর গ্রামে। তিনি ওই গ্রামের মন্তাজ আলীর ছেলে। বর্তমানে নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে আছে। নিহত আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত ছিলেন।
এলাকাবাসী তেপান্তরকে জানিয়েছেন,চানপুর এলাকার মুসা মিয়ার ছেলে মামুন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির একাধিক মামলা আছে। পুলিশ তাকে ধরতে এলেই মামুন ছুড়ি দিয়ে পুলিশকে আঘাত করে। এতে আমির হোসেনের মৃত্যু হয়।
খুনিকে ধরতে এলাকায় মাইকিং করা হয়েছে, ধরতে পারলে পুরষ্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে
আপনার মন্তব্য লিখুন