আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস”””
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ , ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মনির হোসেন টিপুঃ ১৬ জুলাই বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার দিবস। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা চাঁদাবাজির মামলায় ২০০৭ সালের এই দিনে সুধাসদন থেকে গ্রেফতার হন তিনি।
তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় রাজনীতিতে মাইনাস ফর্মুলার অংশ হিসেবেই সেদিন আওয়ামীলীগ সভানেত্রীকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ১১ মাস কারাগারে অন্তরীণ থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও জনদাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাঁকে ২০০৮ সালের ১১ জুন মুক্তি দিতে বাধ্য হয়। জাতীয় সংসদ ভবনের চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
আপনার মন্তব্য লিখুন