মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার অঙ্গীকার করেন পুলিশ সুপার- মোহাম্মদ আনিসুর রহমান
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ , ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
:
মাননীয় আইজিপি মহোদয়ের ভার্চ্যুয়াল সভায় মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার অঙ্গীকার করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। এসময় পুলিশ সুপার আইজিপি মহোদয়ের অবগতির জন্য বর্তমান করোনা পরিস্থিতি উল্লেখ পূর্বক আসন্ন ঈদ-উল-আহযা, জন্মাষ্টমী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান।
বাংলাদেশ পুলিশের মোট ৮২ টি ইউনিট একযোগে সংযুক্ত হন। উক্ত ভার্চ্যুয়াল সভায় আইজিপি ডঃ বেনজির আহমেদ বলেন, করোনা থেকে সুরক্ষার পাশাপাশি জনগণের ঈদ উদযাপনকে নির্বিঘ্ন করতে সকল জেলার পুলিশ সুপার এর প্রতি নির্দেশ প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন