১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পলাশবাড়ীতে নিজবসতবাড়ীতে হামলার স্বীকার নারী চিকিৎসাধীন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ , ১২ জুলাই ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

  1. গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর সরকার পাড়ায় পারিবারিক দ্বন্দ কলহের জেরে আতর্কিত চাচা মিজু সরকারের হামলার আঘাতে পপি আকতার (২৫) নামে এক অবিবাহিত নারী রক্তাক্ত জখমের স্বীকার হয়েছে। এঘটনায় পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে আহত নারীর পরিবার সূত্রে জানা যায়। আহত যুবতি নারী গৃধারীপুর গ্রামের গামা সরকারের মেয়ে। হামলাকারী মিজু সরকার একই গ্রামের মৃত কদ্দুস সরকারের ছেলে । আহত নারীর পিতার আপন চাচাতো ভাই হামলাকারী মিজু সরকার তিনি উক্ত নারীর সম্পর্কে চাচা হয়।

ঘটনাটি গতকাল ১১ জুলাই শনিবার বিকালে পৌর এলাকার গৃধারীপুর গ্রামে বসতবাড়ীতে অনাধিকার প্রবেশ করে মারপিট ও ভাংচুর চালায় বদমেজাজি চাচা মিজু সরকার এতে হামলাকারীর চাচাতো ভাইয়ের (মেয়ে) ভাতিজী পপি আক্তারে মাথায়, হাতে,শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে রক্তাত্ব জখম হয়। এসময় পরিবারে ও স্থানীয়দের সহায়তায় আহত পপিকে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গুরুত্ব আহত পপি আকতার চিকিৎসাধীন রয়েছেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের নিকট জানা যায়, আহত পপি আক্তারের মাথায় ৫ সিলাই দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে তবে তিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসায় সংঙ্কামুক্ত রয়েছেন।

এবিষয়ে আহত পপি আক্তারের পরিবার জানায়,আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে বেয়াদব প্রকৃতি ও বদমেজাজি মিজু সরকার প্রতিনিয়ত তুচ্ছ বিষয় নিয়ে আপন বড় ভাই বোনদেরসহ প্রতিবেশীদের উপর অমানবিক শাররিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয়ে পারিবারিক ভাবে বিষয়টি সমাধান না হওয়ায় আবারো এ নিয়ে রক্তপাত হওয়ায় অবশেষে বিষয়টি থানা পুলিশের নিকট বা মামলা মোকাদ্দমায় যাওয়ার উপক্রম হয়েছে বিধায় আহত নারীর পরিবারে পক্ষ হতে হামলাকারী বদমেজাজি মিজু সরকারের বিচার ও শাস্তির দাবী করে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় ।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন