করোনা আক্রান্ত রোগীর প্রতি মানবিক হতে হবে-!সরাইলে করোনা জয় করলেন-১৩ জন!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ , ১০ জুলাই ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া সরাইলে ২৬ করোনামুক্ত হওয়ার ছাড়পত্র পেয়েছেন আজ আরো ১৩ জন। এ নিয়ে উপজেলা জুড়ে করোনা জয়ীর সংখ্যা ৩৯ জনে দাঁড়ালো। করোনা জয়ীদের মধ্যে মোছাঃ লাইলা আক্তার,মোছাঃ তাছলিমা আক্তার, ঝর্না রানী, মোঃ আলাল মিয়া,আব্দূল মতিন, নাদের উদ্দিন, মোঃ রাজ্জাক মিয়া,নাদির হোসেন, জিয়াউল হক, নজরুল ইসলাম, আবু তাহের, আক্তারুজ্জান, সালা উদ্দিন
সুস্হ হয়েছেন। আগামী দিনগুলোতে এ সুস্থতার হার আরো বাড়বে বলে আশা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।বৃহস্পতিবার (৯ জুলাই) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজ দুপুরে উপজেলা স্হাস্ব্য বিভাগের আয়োজনে উপজেলার ১৩ জন করোনায় মুক্ত ঘোষনা ও সুস্হতার সনদপএ বিতরণ করেন, সরাইল উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া, উপজেলা স্বাস্হ্য বিভাগের (আরএমও) ডাঃ আনাস ইভনে মালেক, এসময় উপস্থিত ছিলেন,
ডাঃ শামীমা ইয়াছমিন,ডাঃ লুতফা হাই, ডাঃ নুসরাত ইসলাম সিরাজী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ নরুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট দেবঙ্কর শর্মা, মোঃ মোকারম আলী সুহেল প্রমুখ। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উপজেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ জন। আক্রান্তদের মধ্যে করোনামুক্ত হয়েছেন মোট ৩৯ জন। সামনের দিনগুলোতে এ সুস্থতার সংখ্যা দিন দিন বাড়ছে।উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া’র বক্তব্যে বলেন, করোনা আক্রান্ত রোগীদের সাথে আমরা আরো মানবিক হতে হবে। তারা যেন মানসিকভাবে ভেঙ্গে না পড়ে। সুলভ আচরণের মাধ্যমে হোম কোয়ারেন্টান ও আইসোলেশন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে অনেকেরই দ্বিতীয় ও তৃতীয়বার নমুনা সংগ্রহ করা হয়েছে।শেষ রিপোর্টে নেগেটিভ আসলেই তাদের করোনামুক্ত ঘোষণা করা হচ্ছে। সে হিসাবে সর্বশেষ রিপোর্টের অপেক্ষায় কয়েক ব্যক্তি রয়েছেন। এসময় তিনি আরো বলেন,এছাড়াও বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। ফলে আশা করা যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু ব্যক্তি করোনামুক্ত হয়ে উঠবেন। তিনি এসময় উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন,আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবো,করোনা আক্রান্তদের প্রতি সুন্দর সুলভ আচরণ করা প্রয়োজন।করোনায় আতঙ্কিত হবেন না,সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারের নিয়ম নেতিওস্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এদিকে জানাযায়,একই সময়ে সরাইল উপজেলা স্হাস্হ্য কমপ্লেক্স চত্বরে করোনাভাইরাস নমুনা সংগ্রহ (কোভিড-১৯) বুথ উদ্বোধন করেন, উপজেলা স্হাস্হ্য বিভাগ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া এসময় অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন