সরাইল দু- পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাকো ভরসা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ , ৫ জুলাই ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
- মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলা বিটঘর এলাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতেও এলাকার মানুষের যাতায়াত করতে একমাত্র ভরসা বাঁশের সাকো-! এ নিয়ে মামুন রহমান সামাজিক যোগাযোগ তার নিজ ফেসবুকের লেখাটি হুবহু দেওয়া হল।। বিটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং বিটঘর দক্ষিণ পাড়ার সাথে পশ্চিম পাড়ার যাতায়াতের একমাত্র রাস্তা।এই রাস্তাটি বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে যেকোনো সময় যাতায়াতের জন্য বাঁশের সাকো ব্যবহার করতে হয়। এই রাস্তাটির বেহাল দশার কারনে বিটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারে না। তাই জনপ্রতিনীধি এবং যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাস্তাটি মেরামত করে জনগনের দূর্ভোগ লাগব করে।
আপনার মন্তব্য লিখুন