ময়মনসিংহের ফুলপুরে যুবককে বেঁধে পিটিয়ে হত্যা চেষ্টা!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ওমর ফারুক সুমন, ময়মনসিংহঃ ময়মনসিংহের ফুলপুরে বওলা ইউনিয়নে জমি-জমার বিরুধে এক অসহায় পরিবারে উপর আক্রোশমূলে দড়ি দিয়ে বেঁধে পিটীয়ে হত্যার চেষ্টা অগ্নিসংযোগ ও বাড়ীঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার বওলা গ্রামের সাইব আলী ও তার ছেলে , হাবিবুর রহমান (৩৫) নেতৃত্বে মোট ১৭ জন গত ২৯ জুন সোমবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে বর্বরচিত এই হামলা চালাই । এতে মোঃ ইয়াকুব আলী ও তার সহোদর ভাই আইব আলী গুরুত্বর আহত হয়।
এদিকে গতকাল বুধবার এলাকাবাসী ওই বর্বরচিত ওই হামলা বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করে । স্থানীয় এলাকা বাসী জানান, আইব আলী’কে মধ্যযুগী কায়দায় হাবিবুর রহমানের বারান্দায় রশি দিয়ে হাত পা বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথারি ভাবে হত্যার উদ্দেশে ব্যাপক প্রহার করে। এতে জ্ঞান হারিয়ে ফেলে আইব আলী (২৫)। পরে এলাকার লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতালে প্রেরণ করে । তবে আইব আলী অবস্থা আশংকা জনক বলে জানা গেছে । এ ছাড়াও স্বামী মৃত আব্দুল হেলিমের স্ত্রী মোছাঃ রেনু বেগম (৩৫) অভিযোগ করেন , রূপা সরকার হামলা চালিয়ে স্বর্ণ ছিনতাই করে নিয়ে যাই ।
এ ঘটনার বিষয়ে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, আমি ঘটনা সম্পর্কে অবগত আছি। এটি জমি নিয়ে একটি বিরোধ ছিলো। উভয় পক্ষের মাঝে নিস্পত্তির চেষ্টা চলছে।
আপনার মন্তব্য লিখুন