বোনের প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় ভাই খুন!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , ১ জুলাই ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বোনের প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় প্রেমিকের হাতে খুন হলেন কান্দিপাড়া এলাকার ১৯ বছরের যুবক মোহাম্মদ শুভ । মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহেরর বাণিক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শুভ শহরের কান্দিপাড়া মাদ্রাসা হাটি এলাকার মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শুভর বোন সাজিয়ার সাথে বণিক পাড়া এলাকার চান্দু মিয়ার ছেলে তুষারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ বিষয়টি জানতে পেরে ৭/৮ মাস আগে শুভ তুষারকে গালমন্দ করে। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে শুভ রেল স্টেশন এলাকায় যাওয়ার সময় তুষার তার বন্ধু প্রান্তকে নিয়ে শুভকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে রাত আটটার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে শুভর মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
আপনার মন্তব্য লিখুন