ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি পালনে আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্ক স্মৃতি সৌধ চত্বরে ৩১ বার ত্বপোধ্বনীর মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই রাষ্ট্রের পক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহিদদের প্রতি গার্ড অব অনার জানান। এরপর স্মৃতিসৌধটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।































আপনার মন্তব্য লিখুন