২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরাশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা বিএনপির উদ্যেগে শহরের ডিসি-এসপি সড়ক থেকে বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

এ সময় বক্তারা ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলা হয়েছে তাকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে অপমান করার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে এমন হলে তা আর সহ্য করা হবে না। তারা বলেন, স্বাধীনতা বিরোধী ওই চক্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যারা এসব হামলার সাথে জড়িত দাতের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন