৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিআজ ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। আজকের এই দিনেই বিনাযুদ্ধেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশ করে ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত ঘোষণা করে। ১৯৭১ সালের এই দিনে বিনাযুদ্ধে হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। দিনটি পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। মুক্ত দিবসের সকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ প্রশাসনের পক্ষে কাউতলিস্থ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সংগঠন পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের আয়োজনের সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক সৈয়দ এমরানুর রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ছিলেন শাহ মো: আব্দুর রউফ, সিভিল সার্জন ডা: নোমান মিয়া। সভায় স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া মুক্তি দিবস এর বিভিন্ন তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।































আপনার মন্তব্য লিখুন