২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে-ডিসি শারমিন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ , ১ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন‘এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না’। আসন্ন নির্বাচনটা এখন প্রশাসনের বড় ধরনের অঙ্গীকার বলেও জানান তিনি।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘আমরা কখনো চাই না, আইনশৃঙ্খলা খারাপ অবস্থায় যাক। পুলিশ সুপারও নতুন এসেছেন। তার সঙ্গেও কথা বলবো। সবার সাথে কথা বলে আইনশৃঙ্খলা ভালো রাখতে হবে। এতে কোনো ছাড় দেব না।

শারমিন জাহান আক্তার বলেন, সামনে নির্বাচন। সেটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব রয়েছে। আমি রাজনীতিবিদদের সাথে কথা বলেছি। আপনারাও চাচ্ছেন, সুন্দর নির্বাচন হোক। তাহলে দলের লোকজনকে হানাহানি, কাটাকাটি থেকে নিবৃত্ত রাখার ব্যবস্থা করেন’।
গত ১৬/১৭ বছর মানুষ ঠিকমতো ভোট দিতে পারেননি। মানুষের মনে এ নিয়ে কষ্ট আছে। নির্বাচনটাই তাই এখন আমাদের বড় ধরনের অঙ্গীকার। এর ফাঁকে আমাদের আরো অনেক কাজ করা উচিত’- বলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া। এছাড়া ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন