নবনিযুক্ত আরএমও ডা. শাহীন ভূইয়াকে সদর হাসপাতাল সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ , ২৬ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবনিযুক্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. শাহীন ভূঁইয়ার যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি।
রোববার (২৫ মে) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এই শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশু কনসালটেন্ট ডা. আকতার হোসাইন এবং সদ্যযোগদানকারী আরএমও ডা. শাহীনুর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোমেন, সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, ওয়ার্ড মাস্টার এনামুল হক, এমটিইপিআই সহকারী মো. মিজানুর রহমান, মো. মোবারক হোসেন, পরিসংখ্যানবিদ মো. ইকরাম, জমাদার মাহমুদ খান, স্টোরকিপার ফাহিম, নজরুল ইসলাম, শিমুল, সোনিয়া, সেন্টু প্রমুখ।
সকলেই নতুন আরএমও-কে স্বাগত জানান এবং হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে তাঁর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন