১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ত্রিশালে তিনদিনব্যাপী ১২৬তম নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , ২৬ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

স্টাফ রিপোর্টার নানান কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে তিনদিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বিকেল ৩টায় কবির বাল্যস্মৃতি বিজড়িত সরকারি নজরুল একাডেমি (সাবেক দরিরামপুর হাইস্কুল) মাঠে তিনদিনব্যাপী এ জন্মজয়ন্তী উদ্বোধন করা হয়। একইসাথে নজরুল বইমেলা ও নজরুল মেলারও উদ্বোধন করা হয়। পরে একই মাঠের নজরুল মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া,ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম, নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য-২ ডাঃ মাহবুবুর রহমান লিটন। স্মারক বক্তা ছিলেন কবি ও নজরুল গবেষক মাহমুদুল হাসান নিজামী ও নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুতফুন নাহার। এদিকে ত্রিশালে জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়েও ২দিন ব্যাপী জন্মজয়ন্তী শুরু হয়েছে। উদ্বোধনী দিবসে সকাল ১১টায় নজরুল ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম.এ ফায়েজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড জয়নুল আবেদীন সিদ্দিকী,বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন,কবি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য জেহাদ উদ্দীন। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মিজানুর রহমান। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন