ব্রাহ্মণবাড়িয়ায় বিএমটিএ সম্মেলন: টেকনোলজিস্টদের উন্নয়নে নতুন অঙ্গীকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ , ১১ মে ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া:স্বাস্থ্যসেবার অগ্রগতিতে নেপথ্যের নিরলস যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্টরা—এই ভাবনা সামনে রেখেই ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) এর জেলা শাখার বার্ষিক সম্মেলন।
রোববার (১১ মে) সকালে শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
সম্মেলনের উদ্বোধন করেন বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাইন উদ্দিন মঞ্জু। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি জহিরুল হক ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব হাফিজুর রহমান, ড্যাব জেলা সভাপতি ডা. মো. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, সাবেক সভাপতি ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডা. মুসা খান এবং ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. হিমেল খান ও হাসপাতাল কর্মচারী কল্যান বহুমূখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন।
বক্তারা বলেন, “স্বাস্থ্য ব্যবস্থায় মেডিকেল টেকনোলজিস্টদের অবদান অনস্বীকার্য। প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থায় তাঁদের দক্ষতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।”
সম্মেলনে মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত চ্যালেঞ্জ, অধিকার, সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষণভিত্তিক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
এই সম্মেলন শুধু মতবিনিময়ের মঞ্চ নয়, বরং একটি সম্মিলিত অঙ্গীকারের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে পেশাদারিত্ব, নৈতিকতা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের অঙ্গীকার উচ্চকণ্ঠে ধ্বনিত হয়েছে।
আপনার মন্তব্য লিখুন