স্টাফ রিপোর্টার: বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে ভ্রাম্যমাণ পত্রিকা বিক্রেতা মো. শাহ আলমকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
গত বুধবার আখাউড়া মডেল মসজিদের সামনে শাহ আলমের হাতে নতুন সাইকেল তুলে দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়ার ইউএনও ও পৌর প্রশাসক জি এম রাশেদুল ইসলাম। বক্তব্য দেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। সাইকেল পেয়ে শাহ আলম বলেন, ‘বসুন্ধরা গ্রুপ আমার কাজটা সহজ করে দিল। বসুন্ধরা গ্রুপ আরো বেশি এগিয়ে যাক এই দোয়া রইল।
আপনার মন্তব্য লিখুন