জামালগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ , ১ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
মো.শাহীন আলম, সুনামগঞ্জ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওরে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে লক্ষীপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মানিক মিয়া হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, পাকনার হাওরে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন