১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

জামালগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , ১ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

মো.শাহীন আলম, সুনামগঞ্জ: শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি”—এ স্লোগানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ

সম্মেলন কক্ষ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি শিপন সরকার, সাধারণ সম্পাদক এবাদুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ইউএনও মুশফিকীন নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ফায়ার সার্ভিসের লিডার বিজয় সিং, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের স্থানীয় সভাপতি নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান এবং সদর ইউনিয়ন পরিষদের সচিব গুনেন্দ্র কুমার তালুকদার প্রমুখ।

দিবসটির গুরুত্ব ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আলোচনায় বক্তারা গুরুত্বারোপ করেন ঐক্য ও সচেতনতামূলক কর্মকাণ্ডের ওপর।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন