মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে দেব প্রসাদ দেবু (৪২) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পৌর এলাকার তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দেবু ওই গ্রামের অজিদ দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে চড়ক পূজার সন্ন্যাসী হয়েছেন দেবু। আজ সোমবার বিকেলে তাহেরপুর হাইস্কুলের পিছনে নিজেদের বাড়িতে পূজার অংশ হিসেবে খেজুর গাছে উঠেন দেবু। এরপর অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
দেবুর বন্ধু হাবিবুর রহমান বলেন, গাছ থেকে পড়ার পর দেবুকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক দেবুকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন রশিদ বলেন, খেজুর গাছ থেকে পড়ার পর বিকেল ৪টা পাঁচ মিনিটে স্বজনরা দেব প্রসাদকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। পরে স্বজনরা নিহতের লাশ বাড়ি নিয়ে গেছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, খেজুর গাছ থেকে পড়ে দেবু নামে এক সন্ন্যাসীর মৃত্যুর খবর পেয়েছি। এই ব্যাপারে কেউ অভিযোগ করেননি।
আপনার মন্তব্য লিখুন