১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া জমি নিয়ে সংঘর্ষে ২ জন খুন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের ৫৫ বছর বয়সী আজাদ মিয়া ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া। তার বয়স ৬০ বছর।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একটি ভিটেবাড়ি নিয়ে চাচার সঙ্গে ভাতিজার বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে নিজের দোকান খোলার সময় আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ইনসান ও তার লোকজন। প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজনও ইনসান পক্ষের আমানতের ওপর বল্লম দিয়ে হামলা চালান। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
আরও পড়ুন