১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলনকে সফল করতে যুবদল-ছাত্রদল ও জাসাস-স্বেচ্ছাসেবক দলের মিছিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ , ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া :আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে সফল করার লক্ষ্যে জেলা যুবদল-ছাত্রদল ও জাসাস-স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে কবির আহমেদ ভূঁইয়ার (জেলা কমিটির সভাপতি প্রার্থী) পক্ষে স্লোগান দেওয়া হয়। তাঁরা সম্মেলনের সফলতা কামনা করেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া থেকে শুরু করে টেংকের পাড় হয়ে আবার প্রেসক্লাবে সামনে এসে শেষ হয়৷ পরে এখানে সংক্ষিপ্ত আলোচনা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রার্থী কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে মিছিলটি নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, যুগ্ম আহ্বায়ক আরমান আহমেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন, সদস্য সচিব সমির চক্রবর্তী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল, আশরাফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন বাবু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সদস্য সচিব বাইজিদ আহমেদ হেলাল, মোকাররম হোসেন আদি প্রমূহ৷ এসময় বিএনপি সম্মেলন সফল লক্ষ্যে মিছিলটিতে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন৷

জানা যায়, জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় এর আগে দুবার সম্মেলন ডেকেও দুবারই স্থগিত করা হয়। অবশেষে দলটির প্রধান (ভারপ্রাপ্ত) তারেক জিয়ার হস্তক্ষেপ ও কঠোর নির্দেশে বিএনপির কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে আগামী ১ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো জেলা বিএনপির সম্মেলন ডাকা হয়। যা সফল করতেই বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদল-ছাত্রদল ও জাসাস-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন