বিজয়নগরে ৪শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪শ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) নির্মলেন্দু চাকমা, এএসআই (নিরস্ত্র) শামসুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বিজয়নগর উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর এলাকা থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাবিবুর রহমান (হাবিব) (৩৬) গ্রেপ্তার করা হয়। তিনি তোফায়েলনগর (উত্তর পাড়া) এলাকার মৃত মোস্তফার ছেলে।
বিজয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রওশন আলী মাদকসহ একজন গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন