১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে নৃশংসভাবে খুন করেছে পাষণ্ড স্বামী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ , ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নৃশংসভাবে শেখ তানিয়া (৪০) নামে এক গৃহবধূকে খুন করেছে পাষণ্ড স্বামী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ মারা যায়। এর আগে সোমবার রাতে তানিয়ার সারা শরীরে পিটিয়ে আহত করে ঘরে বন্দি করে রেখেছিল।

নিহত তানিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিবাগ গ্রামে উজ্জ্বল মিয়ার স্ত্রী ও ৫ সন্তানের জননী।

নিহতের মেয়ে জয়া বলেন, সোমবার রাতে তার বাবা উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে দাড়ালো বস্তু দিয়ে রাতভর তার মা তানিয়াকে পৈষাশিক ভাবে নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত করে। এসময় নিহতের ছেলেমেয়েরা বাধা দিলে তাদেরও মারধর করে। মঙ্গলবার সারাদিন তানিয়াকে ঘরে বন্দি করে রাখে। পরে জয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করলে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তানিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে। সেখানে তানিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়।

জয়া আরও বলেন, বিয়ের পর থেকে আমার বাবা মাকে মারধোর করে আসছে৷ প্রায়ই সময় মারধোরের শিকার হয়ে আমার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন আমার মাকে মারতে মারতে একেবারে চিরতরে শেষ করে দিয়েছে৷ ঘাতক বাবার আমরা ফাঁসি চাই।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন