ব্রাহ্মণবাড়িয়া বিজিবি-র হাতে আটক হয়েছে দুই ভারতীয় নাগরিক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ , ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
স্টাফ রিপোর্টার: শুল্ক ফাঁকি দিয়ে পণ্য এনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হয়েছে দুই ভারতীয় নাগরিক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আখাউড়া থানায় মামলা নথিভুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে। ওই দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে থ্রিপিস, ক্রিম, মদসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি।
গ্রেপ্তার দুই ভারতীয় নাগরিক হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হবে।
বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুই ভারতীয় নাগরিক মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশাযোগে যাওয়ার সময় তল্লাশি করা হয়।
আপনার মন্তব্য লিখুন