১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে আসামীদের মারধরে মামলার বাদীসহ ৫ জন আহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা চেষ্টা মামলার আসামীরা বাদীসহ ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ মিলেছে।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার অরুয়াইলের সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশের রাস্তার ফারুক মিয়ার দোকানের সামনে এই ঘটনা ঘটে। সরাইল থানার জিআর ৯৫/২৪ মামলার পলাতক আসামী হোসেন মিয়াকে পুলিশ গ্রেপ্তারের পর মামলার অপর আসামী ও তাদের স্বজনরা আহতদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেন৷

আহতরা হলেন, জিলু মিয়া (৩৫), মুক্তার মিয়া (২৮), জাহাঙ্গীর মিয়া (২১), জিসান মিয়া (৩০) ও আঙ্গুর মিয়া (৩৫)।

এই ঘটনায় গত শনিবার (২৩ নভেম্বর) রাতে সরাইল থানায় অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে জিলু মিয়া বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ্য করে আরও ৫/৬ অজ্ঞাত ব্যক্তির নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন।

আহতের চাচা ও অন্য একটি হত্যা চেষ্টা মামলার বাদী মিজানুর রহমান হিরা বলেন, বিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে আমাদের বিরোধ সৃষ্টি চলছিল। ঘটনার দিন অভিযুক্ত হোসেন মিয়া ও তার দলবলকে ওই জায়গায় যেতে নিষেধ করলে তারা অতর্কিত ভাবে দা-লাঠিসোঁটা ও বল্লম নিয়ে আমাদের উপর হামলা করে৷ তখন আমিসহ খুর্শিদ মিয়া, ওহিদ মিয়া, মোস্তাকিম ও ফটিকচাঁন আহত হয় এবং খুর্শিদ মিয়া দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে ঘটনার কয়েকদিন পর সরাইল থানায় হোসেন মিয়া সহ ১৭ জনের নাম ও অজ্ঞাত আরও ৫/৬ নামে একটি হত্যা চেষ্টা মামলা করি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’পক্ষের বিরোধ থেকে মারামারি হয়েছে৷ থানায় একটি মামলা হয়েছে৷ আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন