ক্রেন দিয়ে গাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , ৮ জুলাই ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ক্রেন দিয়ে কাটা গাছ ট্রাকে তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক ও তার সহযোগী নিহত হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার মনকশাইর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে বলে কসবা থানার ওসি মো. রাজু আহমেদ জানান।
নিহতরা হলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার বাপ্পী (২৪) ও পারভেজ (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাজু আহমেদ জানান, কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রশস্ত করার জন্য দুপাশের কিছু গাছ কাটা হয়। নিলামে বিক্রি হওয়া গাছগুলো ক্রেন দিয়ে টেনে ট্রাকে তোলার সময় অসাবধানতাবশত ক্রেনটির উপরিভাগের অংশ মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে ক্রেনের চালক ও তার সহযোগী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
আপনার মন্তব্য লিখুন