ব্রাহ্মণবাড়িয়ায় দেশ রুপান্তর পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকঞ্জি দেশ রুপান্তর পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাহ্মণবাড়িয়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ মার্চ সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো আব্দুল কুদদুস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আরজু, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো: মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। অনুষ্ঠানে অতিথিরা দেশ রুপান্তর পত্রিকার উক্তরত্তি সমরিদ্ধি কামনা করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আপনার মন্তব্য লিখুন