রমজানকে সামনে রেখে সরাইলে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ , ৪ মার্চ ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) পবিত্র
রমজান মাসকে সামনে রেখে সরাইল বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মার্চ) দুপুরে সরাইল বিকাল বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা। জানতে চাওয়া হলে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাছরিন সুলতানা বলেন,অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার আইনে
দুই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন,পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরাইল থানার পুলিশ।
আপনার মন্তব্য লিখুন