সরাইল উপজেলায় পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সহজে পুষ্টি চাহিদা পূরণে কার্যকরী পরামর্শ’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনার।(১৩ ফেব্রুয়ারি)মঙ্গলবার দুপুর বারটার দিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক চিকিৎসক) ডা. কামরুল হাসান, ও মেডিকেল অফিসার ডা,আব্দুল্লাহ আল মুক্তাদির।এ সময় বক্তারা বলেন, সুস্থ ও সুষ্ঠুভাবে বেড়ে উঠতে হলে সকল নাগরিকের পুষ্টি চাহিদা পূরণ করতে হবে। বিভিন্ন প্রতিকুল ও পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের পুষ্টি চাহিদা পূরণে বিকল্প পন্থা উদ্ভাবন এবং তা সহজে সকলের কাছে পৌঁছে দিতে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদারিত্ব বজায় রেখে সুস্থ সমাজ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা সমাজ – সেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.জান্নাত বেগম, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. খায়রুল হুদা চৌধুরী বাদল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিমা উদ্দিন. উপজেলা ইপিআই টেকনিশিয়ান মো. আলামিনসহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন