অরুয়াইলে অর্ধকোটি টাকার সরকারি ঘাট উদ্ধার করল প্রশাসন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলঅরুয়াইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার হলো প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণ করা ঘাট।বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় অরুয়াইল বাজারের মাল উঠানামা করার জন্য আবর্জনা ফেলে ঘাটলায় বাঁশ ফেলে শেষ জায়গা দখল করেছে। ময়লা আবর্জনায় ভরাট হওয়া সরকারি ঘাটলাটি উদ্ধার দৃশ্যমান করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,সরাইল থানা এসআই মো. জয়নাল উদ্দিনসহ বাহিনীর সদস্যরা। আরো উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূইঁয়া, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মাহফুজা আলী, আওয়ামী লীগ নেতা মো. ইকবাল
হোসেনও সাংবাদিক মো. তাসলিম উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অরুয়াইল বাজারে ব্যবসায়ীদের সুবিধার্থে মাল উঠানামা করতে সরকারি ঘাটলা উদ্ধার করা হয়েছে। আরও জানাযায়,দীর্ঘ কয়েক বছর ধরে বাজারে ব্যবহারের মত কোন ঘাট নেই। গত মাসে একাধিক মিডিয়ায়”মাটির নিচে অর্ধকোটি টাকার ঘাট,অরুয়াইল বাজারে ভোগান্তিতে মানুষ। এমন তথ্যে এক সাংবাদিক রিপোর্ট হলে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা- সমালোচনার ঝড় উঠে। অপর দিকে নতুন বছরে সবকিছুর ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে সরকারি সম্পত্তি ও মাটি নিচে ঘাটটি ব্যাপারে শুদ্ধি অভিযান চালানোর ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া। তিনি বিশেষ করে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় সরকারি জায়গা দখল করে যত্রতত্র গড়ে উঠা দোকান ও মার্কেটের নানা বিষয় খতিয়ে দেখার ব্যাপারে অতি দ্রুত সময়ের মধ্যে ঘাটটি উদ্ধার করতে এ কঠোর বার্তা দেন। গত (২৯ জানুয়ারি) উপজেলা আইন শৃংখলা মাসিক সভায়।সভাপতির বক্তব্যে ইউএনও মো. মেজবা উল আলম ভূইঁয়া এ ঘোষণা দেন। এরি পরিপেক্ষিতে আজ দুপুরে দখলকৃত মাটি নিচে চাপা পড়া অর্ধ কোটি টাকার সরকারী ঘাট উদ্ধার করা হয়েছে। অরুয়াইল বাজারে প্রশাসনের ঘাট উদ্ধার দেখে। শত শত মানুষ হাত উড়িয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।তারা এই সময় স্লোগান দিতে থাকেন। সরকারি সম্পত্তি কেউ দখল করতে পারে না।সত্যিই আজ ঘাটলা উদ্ধারের মাধ্যমে প্রমাণিত হলো।প্রশাসন পাড়ে সরকারের জায়গা উদ্ধার করতে।এর সাথে তারা সকলেই অরুয়াইলের দখল হওয়ার নদীর জায়গাসহ সকল সরকারি সম্পত্তি উদ্ধারের দাবি এ জানান উপজেলা প্রশাসনের সামনে।
আপনার মন্তব্য লিখুন