১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে সংসদ সদস্য মঈন উদ্দিনে’র কম্বল বিতরণ 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ , ৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন এমপি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে উচালিয়াপাড়া মোড় এলাকায় সহস্রাধিক শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। অফিসের তথ্য জানাযায়, এছাড়া,এ বছর শীতে সরাইল উপজেলায় সাড়ে পাঁচ হাজারেরও অধিক কম্বল বিতরণ করা হয়েছে। শীতের শুরু থেকেই ধারাবা হিকভাবে প্রতিদিনই কম্বল বিতরণ করা হচ্ছে। শুক্রবার রাতে উচালিয়াপাড়া মোড় এলাকায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া, আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক (১) মো. হোসেন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. বাবুল মিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি, সদর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক মো. চয়ন ঠাকুর প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল- আশুগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে। সকল ইউনিয়নে চেয়ারম্যানের মাধ্যমে আমরা কম্বল পৌঁছে দিয়েছি।“প্রতি বছর শীতকাল আমাদের মধ্যে আসে। আবার চলেও যায়। কম্বল বিতরণ একটি চলমান প্রক্রিয়া। হাড় কাঁপানো শীতের হাত থেকে বাঁচাতে অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে সবাই এগিয়ে আসুন। আপনার একটু চেষ্টা একজন শীতার্ত মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে। আমি এ পর্যন্ত ১২শত কম্বল বিতরণ করেছি। শীতে যাতে মানুষ কষ্ট না করে এই ধরনের বিতরণ অব্যাহত থাকবে বলে জানান এমপি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  
আরও পড়ুন